ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতি, ৬০ লাখ টাকা মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতি, ৬০ লাখ টাকা মালামাল লুট

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বিআরবি ক্যাবলের শো রুমে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে শিবচর পৌরসভাধীন থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় শো রুমের মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের বাধা দিলে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে (৫০) পিটিয়ে আহত করে ডাকাতদল।

বিআরবি ক্যাবলের কর্মচারী তৌহিদ বিন সালাম জানান, 'শিবচর পৌরসভার থানা রোড এলাকায় স্বপন চৌধুরী ভবনের নিচতলায় বিআরবি ক্যাবলের শো রুম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে মালিকপক্ষ। বুধবার ভোর রাতে দোকানের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারী একদল ডাকাত। প্রথমে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে দাদন মিয়াকে।  

এ সময় শো রুমের ভেতরে থাকা মূল্যবান মালামাল লুটে করে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতির ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

এদিকে বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর থানা পুলিশ ও বিআরবি ক্যাবলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে এই ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।