ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সড়কের পাশে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
সড়কের পাশে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ    

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়কের পাশে পড়েছিল মো. আরিফুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী আরিফুর রহমান লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তবে এখনো তার বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই ব্যবসায়ীকে হত্যা করে মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে বিস্তারিত জানা যাবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।