ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাগলায় ডিজে পার্টি ও কনসার্ট নিয়ে সংঘর্ষে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
পাগলায় ডিজে পার্টি ও কনসার্ট নিয়ে সংঘর্ষে যুবক খুন নিহত হৃদয়: ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুরে পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক খুন হয়েছেন।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন- সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)।

নিহতের বন্ধু সাব্বির জানান, রাতে তারা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফাস্ট নাইট পালন করছিলেন। এ সময় শত্রুতার জের ধরে একই এলাকার ৭-৮ যুবক এসে তাদের মারধর করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যান। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান হৃদয় মারা গেছেন।

এলাকাবাসী জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন। ওই ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি দুটি হওয়ায় উভয় গ্রুপ কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থলে র‍্যাব ১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।