ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খোয়াই নদীর বাঁধ মেরামতে অর্ধকোটি টাকার প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
খোয়াই নদীর বাঁধ মেরামতে অর্ধকোটি টাকার প্রকল্প

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদে খোয়াই নদীর বাঁধ মেরামত করতে ৬০ লাখ টাকার প্রকল্প নেওয়া হচ্ছে।

‘খোয়াই বাঁধ মেরামতে গড়িমসি, হুমকিতে বোরো আবাদ’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর এ ব্যাপারে নড়েচড়ে বসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

জালালাবাদ এলাকায় ২৫৬ ফুট বাঁধ মেরামতের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের প্রক্রিয়া চলছে বলে দপ্তরটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে।

পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত ৭৮ মিটার বা ২৫৬ ফুট বাঁধ মেরামত করতে প্রায় ৬০ লাখ টাকা দরকার। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি থেকে এ টাকা নেওয়া হবে। এজন্য পিআইসি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ’

তিনি আরও জানান, পিআইসি গঠনের জন্য সদর উপজেলা প্রশাসনে সভার অপেক্ষায় পাউবো। এরপর সব প্রক্রিয়া শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে মেরামত কাজ শুরু হওয়ার কথা এবং মার্চের মধ্যেই শেষ হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মে মাসের বন্যায় খোয়াই নদীতে পানি বেড়ে হবিগঞ্জ শহর তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তখন জালালাবাদের দিকে নদীর প্রায় ২০ ফুট বাঁধ কেটে দেওয়া হয় নদী থেকে পানি বের করে চাপ কমানোর জন্য।

বাঁধ ভেঙে দেওয়ার পরদিনই হবিগঞ্জ শহর অনেকটা ঝুঁকিমুক্ত হয় কিন্তু বন্যা মোকাবিলার সাত মাস অতিবাহিত হওয়ার পরও বাঁধের ভাঙা স্থানটি মেরামত করা হয়নি। এ কারণে বাঁধের ভাঙা জায়গা বাড়তে বাড়তে ২৫৬ ফুটে দাঁড়িয়েছে।

ফলে বাঁধে নির্মিত পাকা সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। সড়ক দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও রিচি এবং লাখাই উপজেলার করাব ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ চলাচল করে। পাশের জেলা কিশোরগঞ্জেরও কিছু লোকের এদিকে আসা-যাওয়া আছে। এসব লোক প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন।

গাড়ি দিয়ে সড়কের দুদিক থেকে ভাঙন পর্যন্ত গিয়ে বাকি পথ হেঁটে চলাচল করতে হচ্ছে। বন্ধ রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।