ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কৃষকের পেটে গুলি করে পালালো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
কৃষকের পেটে গুলি করে পালালো দুর্বৃত্তরা আহত কৃষক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় আব্দুল মতিন (৫০)
নামে এক কৃষকের পেটে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উপজেলার ছয়ানী বাজার এলাকায় দুপক্ষের মধ্যে বিরোধ চলছে।

ধারণা করা হচ্ছে, অন্য কারো উদ্দেশে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আব্দুল মতিনের পেটে লেগেছে।  

এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষক আব্দুল মতিন উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে আব্দুল মতিন ও তার প্রতিবেশী শুভন ছয়ানী বাজার এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় হঠাৎ মোটরসাইকেলে এসে অস্ত্রধারী দুজন কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যান। এতে আব্দুল মতিনের পেটে দুটি গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই আলমগীর ওসির বক্তব্য নাকচ করে দিয়ে দাবি করেন, সরাসরি আব্দুল মতিনকে গুলি করা হয়।  

তবে কেন কারা তাকে গুলি করেছেন, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।    

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।