ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এক কাতল বিক্রি হলো ২১ হাজার টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এক কাতল বিক্রি হলো ২১ হাজার টাকায়

রাজবাড়ী: দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটি ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পরে।

সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১৫০০ টাকা দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

এ ক্রেতা বলেন, কাতল মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ক্রেতা কিনে নিয়ে গেছেন।

রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান বলেন, ‘সম্প্রতি সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্ল্যাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাঘাইড়, পাঙাশ, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা প্রকারের মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা ভালো লাভ অর্জন করছেন। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।