ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয় প্রবেশে কার্ড বন্ধ, গেটের বাইরে অপেক্ষা করছেন সাংবাদিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
সচিবালয় প্রবেশে কার্ড বন্ধ, গেটের বাইরে অপেক্ষা করছেন সাংবাদিকরা সচিবালয়ের গেটের বাইরে অপেক্ষা করছেন সাংবাদিকরা

ঢাকা: সচিবালয়ে প্রবেশে অপেক্ষা করছেন গেটের বাইরে সাংবাদিকরা। গত বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে।

অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে প্রবেশ বন্ধ রাখায় সচিবালয়ে নিয়মিত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা বিপাকে পড়েছেন। সকাল থেকে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা করছেন।  

রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর সব অস্থায়ী বেসরকারি পাস ও সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে প্রবেশ আপাতত স্থগিত থাকায় গণমাধ্যমকর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছেন না। তারা গেটের বাইরে অবস্থান করছেন। এক নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছেন। দুই নম্বর ও পাঁচ নম্বর গেট দিয়ে বাকিরা হেঁটে প্রবেশ করছেন।

এদিকে আজ অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে প্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে হওয়ার কথা রয়েছে। সেজন্য সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেসক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বাধা স্পষ্ট একটি অশুভ ইঙ্গিত। এখানে আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আশা করছি আজকের বৈঠকে এসব সমস্যার সাসটেইনেবল সমাধান হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, যারা সচিবালয় বিটে কাজ করেন তাদের কার্ড বহাল এবং প্রবেশের বিধিনিষেধ যাতে না থাকে সে বিষয়ে সুরাহার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করা হচ্ছে। আমরা প্রত্যাশা করছি এ বৈঠকে একটি ভালো সিদ্ধান্ত আসবে। পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের এ বিধিনিষেধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে সামনে দেশের সব সাংবাদিক সংগঠনগুলো নিয়ে বড় কর্মসূচি আসবে।

সচিবালয়ের এক নম্বর গেটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, কেবলমাত্র কার্ডধারী সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারছেন। কোনো ধরনের দর্শনার্থী বা সাংবাদিক কাউকে ভেতরে প্রবেশের অনুমতি নেই। এর বাইরে শুধুমাত্র অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রোববার প্রথম কর্ম দিবসে খুলছে সচিবালয়। কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।

এদিকে সচিবালয়ে গাড়ি ঢুকতে না দেওয়ায় সচিবালয়ের চারপাশে পার্কিংজনিত কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আব্দুল গণি রোড, প্রেসক্লাব এলাকার লিংক রোড, জিপিএ এলাকার সড়কে বিপুলসংখ্যক গাড়ি পার্কিং করতে দেখা গেছে।

আরও পড়ুন...
কড়া নিরাপত্তায় সচিবালয়, প্রবেশাধিকার নিয়ন্ত্রিত

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।