ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত সংঘর্ষে জড়িতদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করা নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষ ঘটে।  

পুলিশ জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) পশ্চিমভাগ গ্রামের মোহিত মিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। একই গ্রামের অলি মিয়া স্ট্যাটাসের বিরুদ্ধে গিয়ে কমেন্ট করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এনিয়ে শুক্রবার রাতে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তারপরও শুক্রবার সকালে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় দুইপক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে একে অন্যের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকলে প্রায় অর্ধশত লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়ে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান বাংলানিউজকে জানান, ঘটনার পর পশ্চিমভাগ গ্রামে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িতদের বাড়ি থেকে বেশকিছু দেশীয় অস্ত্র পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।