ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাবনা ক্যাডেট কলেজে ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
পাবনা ক্যাডেট কলেজে ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

পাবনা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজের ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার
বিতরণ করেন ঢাকা সোনানিবাসের নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল কমান্ডার এস এম আবুল কালাম আজাদ।

 

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সিতারা আমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সমাপনী ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যায়নরত ক্যাডেট শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ক্যাডেট শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতিচ্ছবি তুলে ধরা হয়।  

পরে বিজয় মাসে মহান মুক্তিযুদ্ধের স্মরণে দেশের গানের সঙ্গে দলগত পরিবেশ ও এবারের ক্রীড়া প্রতিযোগিতার থিম সং পরিবেশ করেন ক্যাডেটরা।  

সমাপনী প্রতিযোগিতায় পাবনা ক্যাডেট কলেজের তিতুমীর, সিরাজী ও ভাসানী হাউসের ক্যাডেটদের অংশগ্রহণে বিভিন্ন ধাপের দৌড় প্রতিযোগিতাসহ উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে প্রতিযোগিতা মূলক খেলা অনুষ্ঠিত হয়। পরে সমগ্র খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অধ্যক্ষ।

এবারের একাডেমি কো-কারিকুলাম ও খেলাধুলায় সার্বিকভাবে চ্যাম্পিয়ান হয়েছে তিতুমীর হাউস ও রানার আপ হয়েছেন সিরাজী হাউ এর ক্যাডট দল। চলতি মাসের ১৯ ডিসেম্বর থেকে আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে নান্দনিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ২৩ ডিসেম্বর শেষ হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।