ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আল বাখেরা জাহাজের ৭ শ্রমিক খুন: শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আল বাখেরা জাহাজের ৭ শ্রমিক খুন: শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জাহাজটিতে মিলেছে সাতটি মরদেহ

ঢাকা: চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে আল বাখেরা নামে জাহাজের সাত শ্রমিক হত্যার ঘটনায় তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়।
 
সোমবার (২৩ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতর জানানো হয়, চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই এমভি আল বাখেরা জাহাজে এক দল ডাকাত ক্রু মেম্বরদের (জাহাজের কর্মী) গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে ও আহত করেছে। এ ঘটনায় শিল্প মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করছে এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হচ্ছে।

এ ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিকে এ হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করে সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরাহ নামক জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় একজনকে পাওয়া যায়। যার গলায় ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন:

পরিচয় মিলেছে জাহাজে নিহতদের

চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭

মেঘনায় নোঙর করা জাহাজে মিলল ৫ মরদেহ

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
জিসিজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।