ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
মেহেরপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার ছবি (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

 

নিহত ছবি মেহেরপুর শহরের ক্যশবপাড়ার খোকন মোল্লার মেয়ে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ছবি একজন শিক্ষানবিশ আইনজীবী। দুপুরে মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে গাংনী যাচ্ছিলেন তিনি। পথে গাঁড়াডোব নামক স্থানে সামনে থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছবি রাস্তায় ছিটকে পড়লে অন্য একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনিসহ পাঁচজন। এ অবস্থায় ছবিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।