ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিকার পেতে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
প্রতিকার পেতে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ

ঢাকা: সরকারি চাকরিতে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ (এপিডি) মো. ওবায়দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত নিয়েছে।

উল্লিখিত সময়ে বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতিরেকে অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যেসব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া যে বঞ্চিত কর্মকর্তা এ কমিটির মাধ্যমে প্রতিকার পেতে চান তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হলো।

তবে কমিটির কাজ স্বল্পতম সময় ও সহজে সম্পন্নের সুবিধার্থে আবেদনকারী কর্মকর্তাদের ওই বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত ছকে তথ্যাদি এবং নিজস্ব পিডিএসের একটি কপি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগে সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।