গাজীপুর: গাজীপুরের শ্রীপুর বাজারে আগুন লেগে তুলার গুদামসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর বাজারে ভুলু খানের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানায়, শ্রীপুর বাজারে একটি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে একটি তুলার গুদাম, একটি লেপ-তোষকের দোকান ও একটি ভাঙারির দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে একটি তুলার গুদামসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরএস/আরআইএস