ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নারায়ণগঞ্জে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ ৮ সন্ত্রাসীকে আটক করে যৌথবাহিনীর নিকট হস্তান্তর করেছে স্থানীয় জনতা। আটককৃত আসামিদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সোনারগাঁ উপজেলার সম্ভুপুড়া ইউনিয়নের মোনারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. সালমান (১৯), মো. সাব্বির আলম (১৮), মো. মেহেদী হাসান (২০), মো. বোরহান উদ্দিন  (২০), মো. আব্দুল্লাহ (২০), মো. হাসান (২১), মো. মেহেদী হাসান (২০), মো. তাছিন আহম্মেদ (১৯)।

এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি ছুড়ি, ১টি লোতার রড, ৩টি লাঠি ও ৭ জোড়া বুট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।