ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
বাগেরহাটে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা

বাগেরহাট: বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিমের চতুর্থ দিবসে ‘গণঅভ্যুত্থান ও গণআকাঙ্ক্ষা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ।

বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নূর আলম শেখ, তুষার কান্তি দাস, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড এম এম আকাশ বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য পেশিশক্তি রোধ, অস্ত্রের ঝনঝনানি ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে অংশ নেওয়াদের দলের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে এমপি নির্বাচনের বিধান করতে হবে।  

প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানিয়ে তিনি বলেন, তবেই জাতীয় সংসদ গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর গণমানুষের এই চেতনা বাস্তবায়নে কমিউনিস্ট পার্টির সারা দেশে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।