ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের ক্ষীতিশ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
বাগেরহাটের ক্ষীতিশ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে ক্ষীতিশ চন্দ্র গাইন হত্যা মামলার প্রধান আসামি মো. শফিনুর শেখসহ (৪০) দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-০৬)।  

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব-০৬।

এর আগে সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুশুমদিয়া গ্রামে অভিযান চালিয়ে শফিনুর শেখকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বানারজোর গ্রাম থেকে আরেক আসামি নূর মোহাম্মদকে (৬০) গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার শফিনুর শেখ চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া এলাকার মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে। নূর মোহাম্মদ একই গ্রামের মোফেল শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষীতিশ চন্দ্র গাইন নামের এক চা দোকানিকে হত্যা করে শফিনুর শেখ। ঘটনার একদিন পরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিহতের ছেলে গোপালগাইন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

র‍্যাব-০৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুর রহমান বলেন, ক্ষীতিশ চন্দ্র গাইন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চিতলমারি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।