ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা সহায়তা দেবে জার্মানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা সহায়তা দেবে জার্মানি

ঢাকা: বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পে ১৮০.৮০৭ মিলিয়ন ইউরো (২২৬৫ কোটি টাকা)  প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বাংলাদেশ সরকার ও ফেডারেল রিপাবলিক অব জার্মানি সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আর্থিক ও প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, ঢাকাস্থ জার্মান দূতাবাস, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ, জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেড এবং বিজিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির অধীনে নবায়নযোগ্য শক্তি (৫০.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত), টেকসই নগর উন্নয়ন (ইউরো ৯৫.৫  মিলিয়ন পর্যন্ত), কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে  ( ৫ মিলিয়ন  ইউরো পর্যন্ত)  সহযোগিতা দেওয়া হবে।  

এছাড়া সামাজিক এবং পরিবেশগতভাবে সাউন্ড সাপ্লাই চেইন, বাণিজ্য এবং অবকাঠামো খাতে ১২ মিলিয়ন ইউরো,  জীববৈচিত্র্যের সুরক্ষা ৬ মিলিয়ন ইউরো এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় একটি প্রকল্পের জন্য ৭ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে, যার পরিমাণ আজ  মোট ৩.৫ বিলিয়ন ইউরোর বেশি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা,  নভেম্বর ২৮, ২০২৪
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।