ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতির পিঠে এলো বর, পালকিতে গেল বউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
হাতির পিঠে এলো বর, পালকিতে গেল বউ

মাগুরা: গ্রাম বাংলা ঐতিহ্যকে ধরে রাখতে হাতির পিঠে চড়ে বর এসেছেন বিয়ে করতে। সঙ্গে নিয়ে এসেছেন পালকি।

এ যেন মুঘল আমলের রাজা-বাদশাদের বিয়ে আয়োজন।  

এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে সাড়া ফেলেছেন মাগুরা শহরের সাজিয়াড়া এলাকার ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে আদিবুল ইসলাম অর্ক। নিজে হাতির পিঠে চড়ে এসেছেন বর বেশে। নতুন বউকে নিয়ে গেলে পালকিতে করে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরা মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ জৌলুসময় বিয়ের আয়োজন করে দুই পরিবার।

বর আদিবুল ইসলাম অর্ক বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসেছি। শখ ছিল পালকিতে করে বউ নিয়ে ফিরব। শখ পূরণ করেছি। মূলত বিলুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করা আর কি।

দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য সবার কাছে দোয়া চান বর অর্ক।

এ সময় শহরের পুলিশ লাইন্স এলাকায় শত শত মানুষ দাঁড়িয়ে ‘হাতির পিঠে বর ও পালকিতে বউ’ -এর চলে যাওয়ার দৃশ্য উপভোগ করেন।  

বরযাত্রী আনিকা তাবাসসুম বলেন, আধুনিক সমাজে সবাই বিয়েবাড়িতে গাড়ি নিয়ে আসেন। পালকিতে করে কনের বিয়ে হবে। বর আসবে হাতির পিঠে চড়ে এ যেন কল্পনার অতীত। কালের বিবর্তনে আমরা আমাদের সংস্কৃতি হারাতে বসেছি। এমন বিয়ে দৃশ্য আমাদের মুগ্ধ করেছে।

বরের বাবা রবিউল ইসলাম বলেন, এমন বিয়ে আয়োজন আমাদের সংস্কৃতির অংশ। বউ পালকিতে চড়ে যাবে। পায়ে লাল আলতা পরবে। বর রাজার বেশে হাতির পিছে চড়ে যাবে। এগুলো আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। আমার ছেলের বিয়েতে সংস্কৃতির সেই ঐতিহ্যবাহী আয়োজনটি করতে পেরেছি। বিয়েতে দুই পরিবারে আত্মীয়-স্বজন সবাই অনেক মজা ও আনন্দ করেছেন। সবাই নব দম্পতিকে আশীর্বাদ করবেন ওরা যেন সুখে-শান্তিতে থাকে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।