ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার রাজিব হোসেন রিহাদ

ফরিদপুর: ফরিদপুরে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় রাজিব হোসেন রিহাদ (৩৫) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ীর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রাজিব হোসেন রিহাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে তিনি।  

তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফাহিম।  

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর করা একটি দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় ১৬ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
      
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।