ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ত্র হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
অস্ত্র হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক কিশোর গ্যাং

চাঁদপুর: চাঁদপুর শহরে কয়েকজন কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকে ভাইরাল করেছে। ওই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ওসির কাছে এলে শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভাইরাল ভিডিওতে থাকা সন্দেহে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

থানা পুলিশ জানায়, টিকটক ভিডিও কন্টেনটি দেখে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটকদের মধ্যে-রুবায়েত আরেফিন রোহান (১৬) ও জাহিদ হোসেন রায়হানের (১৭) নাম জানা গেছে। বাকিরা তাদের নাম প্রকাশ করেনি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজন কিশোরের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।