ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি বিরোধের জেরে কৃষকের বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
জমি বিরোধের জেরে কৃষকের বাড়িতে আগুন

ফরিদপুর: ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আকুব্বর শেখ (৪০) নামে এক কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন ওই কৃষক।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আকুব্বর শেখের সঙ্গে প্রতিপক্ষের জাকের মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে আকুব্বরের বাড়িতে গিয়ে হামলা চালান জাকের মাতুব্বর ও তার ছেলে রোমান মাতুব্বর। হামলার সময় রোমান কৃষক আকুব্বরের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। যদিও এ আগুনে তেমন ক্ষতি হয়নি।  

তবে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষক আকুব্বর। তার মাথা ফেটে গেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আকুব্বর বলেন, আমি গরিব মানুষ। আমার বাড়ি দখলের জন্য ওরা আজ হামলা চালিয়েছে। আমি এই বিচার কার কাছে চাইবো?

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওই বাড়ির নারীরা ঝামেলা করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।