ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

ফরিদপুর: ফরিদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষার সময়ে এসএম শামীম (২৮) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সময় ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ।

 

আটক শামীম ফরিদপুর সদরের মুরারীদহ এলাকার মৃত এসএম বিল্লাল শেখের ছেলে।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে থাকে। এসময় ভুয়া পরীক্ষার্থী এসএম শামীম পরীক্ষা কেন্দ্রের গেটে তার প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান। ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লিখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এসএম শামীমের চেহারার সঙ্গে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিমের নিকট সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার। তিনি তার হয়ে পরীক্ষা দিতে এসেছেন।  

তিনি আরও বলেন, মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করেন আটক ভুয়া পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস (যাহার গায়ে কাগজের লেভেল লাগানো নম্বর ও নামসহ Master Card লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।