ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে ডিজে পার্টিতে হঠাৎ অভিযান, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
গুলশানে ডিজে পার্টিতে হঠাৎ অভিযান, গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১১ নভেম্বর) গুলশান-২ এর ৫০ নম্বর রোডের ‘কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড’ নামের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. কামাল উদ্দিন (৪৮) ও মো. আরিফুল ইসলাম (৩২)।

এ সময় তাদের কাছ থেকে ১১ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই হোটেলে অভিযান পরিচালনা করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয় ও ঢাকা গোয়েন্দা সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম। এতে নেতৃত্ব দেন ডিএনসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিন। পরে সেখানে ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন ধরে ওই আবাসিক হোটেলে অশ্লীল সংস্কৃতির ডিজে পার্টির আয়োজন করে। অভিজাত শ্রেণি যুবক-যুবতিরা এতে অংশ নেয় এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করতেন তারা।

আটকদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করেছেন বলে জানান শামীম আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসসি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।