ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (০৮ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজীর দিঘির পাড় সংলগ্ন তেঁতুল গাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

হিরালাল ওই এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির প্রফুল্ল দেবনাথের ছেলে এবং কাজির দিঘির পাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী।   

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিতে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে এ ঘটনার পর লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা হাসপাতালে এসে নিহত হিরালালের স্বজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

স্থানীয়রা জানায়, হিরালাল দেবনাথ কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক। রাত ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে তার বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।