ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
নলডাঙ্গায় আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় সন্তোষ কুমার প্রামাণিক নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরসহ গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছেন ভট্টপাড়া হিন্দু সম্প্রদায়ের সমাজ প্রধান ও হিসাব রক্ষক শ্রী সুশীল চন্দ্র সরকার।

অভিযুক্ত সন্তোষ কুমার প্রামাণিক নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের মাধনগর ইউনিয়নের সভাপতি বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভট্টপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করেন। সেখানে ২০২৪ সালের জুন মাসে সরকারের পক্ষ থেকে জিআর বরাদ্দের ৫০০ কেজি চাল দেওয়া হয়। কিন্তু সমাজের কাউকে না জানিয়ে, হিন্দু সম্প্রদায়ের একজন সদস্য শ্রী সন্তোষ কুমার প্রামাণিক বরাদ্দকৃত ৫০০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করেন। বরাদ্দকৃত চাল ফেরত ও সন্তোষ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সন্তোষ কুমার প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, ঘটনাটি সত্য নয়, মন্দিরের কাজেই বরাদ্দকৃত চালের টাকা ব্যবহার করা হয়েছে। সমাজের অপর একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে তারা এমন মিথ্যা অভিযোগ এনেছেন।  

এ বিষয়ে আগামী শুক্রবার (০১ নভেম্বর) সমাজ প্রধানদের সঙ্গে বসবেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের নেতারা। ওইদিন বসেই বিষয়টি ফয়সালা করা হবে বলে জানান তিনি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বাংলানিউজকে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।