ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ইলিশ ধরার দায়ে ৭ জেলে আটক, জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
শিবচরে ইলিশ ধরার দায়ে ৭ জেলে আটক, জেল-জরিমানা

মাদারীপুর: শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে আটক করা হয়েছে। এসময় ৯২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

উদ্ধার করা হয় ৩২ কেজি ইলিশ মাছ।  

সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর কাঁঠালবাড়ী, চরজানাজাত, বন্দরখোলা, মাদবরেরচর এলাকার নদীতে অভিযান চালায় মৎস্য ও নৌপুলিশ। এসময় ইলিশ মাছ ধরার দায়ে মাদবরেরচর এলাকার পদ্মা নদী থেকে সাত জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ১০ হাজার টাকা জরিমানা করে। বাকি চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়। উদ্ধারকৃত ৩২ কেজি ইলিশ স্থানীয় দুই এতিমখানায় বিতরণ করা হয়। এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা মা ইলিশ রক্ষায় সর্বত্র অভিযান চালাচ্ছি। সোমবার সাদ জেলেকে ইলিশ ধরার অপরাধে আটক করা হয়। এছাড়া জব্দকৃত বিপুল পরিমাণ জাল ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।