ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক

ঢাকা: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে আটক করে স্থানীয় থানা পুলিশ।

তাকে ঢাকায় আনতে কোতোয়ালি থানা পুলিশ কিশোরগঞ্জ যাচ্ছে।

আটক যুবকের নাম যুবায়ের ইলাহি (২২)। তিনি কিশোরগঞ্জ সদরের গাইটাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান। তিনি বাংলানিউজকে বলেন, ঘটনার পর পর ছেলেটি তার দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যান। পরে কিশোরগঞ্জের পুলিশ তাকে আটক করেছে। ঢাকা থেকে আমাদের পুলিশ অলরেডি কিশোরগঞ্জে রওনা দিয়েছে। তারা কাছাকাছি আছে। আমাদের হেফাজতে তাকে ঢাকায় নিয়ে আসা হবে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়েন ওই যুবক। প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন তিনি এবং শিক্ষার্থীদের ধাওয়াও করেন। কলেজের লেকচার গ্যালারিতে সাইকিয়াট্রির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। শ্রেণিকক্ষ থেকে দ্রুত বের হয়ে যান তারা। তবে কিছুক্ষণের মধ্যে ওই যুবককে শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে যান দায়িত্বে থাকা স্টাফরা।

তখন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া ওই যুবক মানসিক রোগী বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কারণ যুবক লাঠি হাতে ‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?’–গানটি সজোরে গাইছিলেন। এক সাধারণ বিবৃতিতে এ কথা জানায় মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।