ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে পদ্মায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
ইলিশ রক্ষা অভিযানে গিয়ে পদ্মায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। ওই ঘটনায় স্থানীয় দুই ইউপি সদস্যও আহত হয়েছেন বলে খবর।

 

সোমবার (২৮ অক্টোবর) এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের সদস্যরা।

নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন।  

আহত হয়েছেন কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন ও ৬ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার চারজন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে ইলিশ ধরছিলেন জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন।

কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান জানান, সোমবার কুমারখালীতে কোনো মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ জানান, পদ্মায় একটি ঘটনায় কুমারখালী থানা পুলিশের দুজন উপসহকারী পরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।