ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কারখানায় আগুনে পুড়ল পোশাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
চাঁদপুরে কারখানায় আগুনে পুড়ল পোশাক

চাঁদপুর: চাঁদপুর শহরে অ্যান্ড স্টুডিও নামে প্রতিষ্ঠানের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার বেশকিছু মালামালসহ সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।

তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন মসজিদের পাশে অ্যান্ড স্টুডিও নামে ওই শোরুমের তৃতীয় তলায় কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের মসজিদসহ অসংখ্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এরই মধ্যে বেশ কিছু মালামালসহ শোরুমের সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সকালে শোরুমটি খোলার আগেই এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।