ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুপারশপে ডাকাতি, প্রধান আসামি ও সহযোগী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
সুপারশপে ডাকাতি, প্রধান আসামি ও সহযোগী আটক

ঢাকা: সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুরের বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল আলম (৩২) ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল আলমকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার তথ্য অনুযায়ী তার আরেকজন সহযোগী পরিকল্পনাকারী মজিদকে যৌথবাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের ডাকাতির কথা স্বীকার করে।

ডাকাতি হওয়া সুপারশপের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাতদলের হাতে ধারালো অস্ত্র ছিল।  

এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।

গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমইউএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।