ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে আন্দোলনে হামলাকারী ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
রাজধানীতে আন্দোলনে হামলাকারী ছাত্রলীগকর্মী গ্রেপ্তার মো. জাফর খান

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী ছাত্রলীগকর্মী মো. জাফর খানকে (২২) গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি নিউমার্কেট ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিউমার্কেট থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ১ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নয় দফা দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারী আহত হন। এ ঘটনায় বাদী হয়ে ঢাকা কলেজের ছাত্র পারভেজ আলী গত ১৯ সেপ্টেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জাফরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে তার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।