ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন

ঢাকা: পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন রাশিয়া সফরে যাচ্ছেন।  তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রথম সফর করেন মো. জসীম উদ্দিন। এবার তিনি দ্বিতীয় সফরে রাশিয়া যাচ্ছেন।  

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র পররাষ্ট্র সচিবের রাশিয়া সফরের তথ্য বাংলানিউজকে  নিশ্চিত করেছেন।

রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। আগামী ২২ অক্টোবর  তিনি ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশ সময়: ২০২৪  ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪  
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।