ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আড়াই বিঘা পাকা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
ঝিনাইদহে আড়াই বিঘা পাকা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের মাঠে আড়াই বিঘা জমির পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা।  

বুধবার (১৬ অক্টোবর) শেষ রাতের কোনো এক সময় সাগান্না ইউনিয়নে ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের আহমেদ হোসেনের ছেলে নাসির উদ্দীনের বাড়ির পাশে মাঠের মধ্যে পাকা ধান বেঁধে স্তূপ করে রাখা ছিল। গভীর রাতে কে বা কারা মাঠের মধ্যে বেঁধে রাখা আড়াই বিঘা জমির ধানে আগুন লাগিয়ে দেয়। আগুনে সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক নাসির উদ্দীন বলেন, পাকা ধান বেঁধে মাঠের মধ্যে স্তূপ করে রাখা ছিল। রাতে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে সব ধান পুড়িয়ে দিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।  

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এলাকার কৃষকরাও এমন ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ভুক্তভোগীরা যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।