ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসা করাতে ভারতে অবৈধ অনুপ্রবেশ, ফেরার পথে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
চিকিৎসা করাতে ভারতে অবৈধ অনুপ্রবেশ, ফেরার পথে যুবক আটক

দিনাজপুর: ছয় মাস আগে চিকিৎসার জন্য দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবক। পরে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তাকে আটক করে বিজিবি।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়।  

আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বনগাঁও এলাকার ইসরাঈল আলীর ছেলে।  

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী বলেন, ছয় মাস আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। চিকিৎসা শেষে শনিবার সকাল ১০টার দিকে ভারত থেকে প্রাচীর টপকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করে। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।