ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত 

বগুড়া: বগুড়া সদর উপজেলায় বখাটেদের ছুরিকাঘাতে রানা মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী রোজিনা বেগম।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে ৷

নিহত রানা মিয়া ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী।  

আহত রোজিনা বেগম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে এলাকায় ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে বাগবিতণ্ডা হয় রানার। এসময় রানার পক্ষ নিয়ে স্থানীয় কয়েকজন বখাটে যুবক ওই রিকশাচালককে মারধর করেন। পরে আবার ওই রিকশাচালক তার লোকজন নিয়ে ওই যুবকদের পাল্টা মারধর করেন। এরপর ওই যুবকরা রানার কাছে বিবাদে জড়ানোর পাওনা হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে সেই টাকা না দেওয়ায় রানা ও তার স্ত্রীকে ওই বখাটেরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রানা মারা যান এবং গুরুতর আহত হন তার স্ত্রী।

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, নিহত রানা মিয়ার মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।