ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চেঙ্গী নদীতে ভাসছিল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
চেঙ্গী নদীতে ভাসছিল যুবকের মরদেহ প্রতীকী ফটো।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শান্তি নগর এলাকার চেঙ্গী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় মরদেহটি দেখে খাগড়াছড়ি সদর থানা পুলিশে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।  

এদিকে বিষয়টি জানাজানি হলে নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়। পরবর্তীতে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা থেকে পুলিশ এসে মরদেহ টিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

খাগড়াছড়ির সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে এলাকাবাসীদের সহযোগিতায় আমরা মরদেহটি উদ্ধার করি। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

মরদেহটি ২/৩ দিন আগের বলেও ধারণা করেন এসআই মো. রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।