ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনের দুই শহীদের পরিবারকে আর্থিক সহায়তা চিকিৎসকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
ছাত্র আন্দোলনের দুই শহীদের পরিবারকে আর্থিক সহায়তা চিকিৎসকদের

বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা দিয়েছে বরিশাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর প্রথমেই দুই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. রেজা, ডা. জাহিদ হাসানসহ নিহত দুই শহীদের বাবা।

সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হোসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারকে ড্যাব বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পরে ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৫, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।