ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

এসএমপির নতুন কমিশনার রেজাউল, ডিআইজি মুশফেকুর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
এসএমপির নতুন কমিশনার রেজাউল, ডিআইজি মুশফেকুর

সিলেট: সিলেট মেট্রোপলিটেন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি হয়ে এসেছেন মো. মুশফেকুর রহমান।



মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ’র স্বাক্ষরিত সই করা তিনটি প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয়।

রেজাউল করিম অ্যাডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন মো. মুশফেকুর রহমান। তিনি ঢাকা পুলিশের এসবির এসপি (পুলিশ সুপার) ছিলেন। সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।