ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
পাকুন্দিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ডোবার পানিতে ডুবে তামহীদ (১০) ও আবদুল্লাহ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চরতেরটেকিয়া এলাকার মাধুয়া এলাকা এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ ও একই উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ। নিহতরা স্থানীয় চরকাওনা রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলতে যায় তামহীদ ও আবদুল্লাহ। খেলার শেষে শাপলা তুলতে পাশের মাধুয়া এলাকার একটি ডোবার পানিতে নামে তামহীদ ও আবদুল্লাহসহ তিনজন। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। এসময় ডোবার পাড়ে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলেই তামহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে ও মারা যায়।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।