ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিটিটিসিসহ ডিএমপির গুরুত্বপূর্ণ ৫ ইউনিটের প্রধান হলেন যারা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
সিটিটিসিসহ ডিএমপির গুরুত্বপূর্ণ ৫ ইউনিটের প্রধান হলেন যারা 

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।  

ডিএমপির সিটিটিসিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ও বড় ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়ন হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনাররা হলেন, ফারুক আহমেদকে অ্যাডমিন বিভাগে, মো. ইসরাইল হাওলাদারকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে, মো. মাসুদ করিমকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটে (সিটিটিসি), খোন্দকার নজমুল হাসান ট্রাফিক বিভাগে এবং হাসান মো. শওকত আলীকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।