ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে ছাত্রলীগের দুই নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বিমানবন্দরে ছাত্রলীগের দুই নেতা আটক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) তাদের আটক করা হয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বিদেশ যাওয়ার সময় তাদের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে আছেন।

বিমানবন্দরের আরও একটি সূত্র জানায়, তারা দুজন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। মুখে মাস্ক পড়ে তারা বিমানবন্দরের ভেতরে ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলেন। তখন বিমানের স্টাফরা তাদের শনাক্ত করেন এবং পরে তাদের আটক করে ইমিগ্রেশনের হেফাজতে রাখা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।