ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সহিংসতায় নিহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সাতক্ষীরায় সহিংসতায় নিহত ১৪

সাতক্ষীরা: হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সাতক্ষীরায় হামলা ও সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মী, দুজন শিবির ও দুই জন বিএনপির কর্মী আছেন।

সোমবার (৫ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটে। এসময় একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরা জেলা ট্র্যাফিক অফিস, জেলা কারাগার, সাতক্ষীরা সদর থানা ও শ্যামনগর থানা।  

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, কয়েকজনের মৃত্যু ও বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে। সবাইকে ঘরে ফিরে যেতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।