ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সাড়ে ৯ কেজি রূপার গহনাসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
সাতক্ষীরায় সাড়ে ৯ কেজি রূপার গহনাসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা: অবৈধ পথে ভারত থেকে নয় কেজি ৫৫০ গ্রাম রূপার গহনাসহ আশরাফুল গাজি (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

আটক গাজি কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের মৃত অসির গাজির ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকা দিয়ে ভারত থেকে রূপার গহনার একটি চালান অবৈধপথে বাংলাদেশে আসবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার মো. কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে আসা আশরাফুল গাজিকে আটক করে তার মোটরসাইকেল তল্লাশি করে নয় কেজি ৫৫০ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। যার মূল্য ১৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা।  

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের ও জব্দকৃত রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।