ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ২৯০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ২৯০ ফাইল ছবি

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এর মধ্যে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (২৭ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন।  

এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসজেএ/এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।