ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কারফিউ শিথিল, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
ফরিদপুরে কারফিউ শিথিল, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

ফরিদপুর: দেশব্যাপী চলমান কারফিউ ফরিদপুরে ১১ ঘণ্টার (সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা) জন্য শিথিল করা হয়েছে। এতে করে স্বস্তিতে চলাচল করছেন জনসাধারণ।

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এ জেলার মানুষের জীবনযাত্রা।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে ফরিদপুর জেলায় কারফিউ শিথিল করা হয়। শিথিলতা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।  

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি জানান, ‘ফরিদপুর জেলায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারফিউ নিশ্চিত করতে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তবে, জেলায় সেনাবাহিনীর কোনো স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়নি। জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এছাড়া শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে ফের কারফিউ শিথিল থাকবে একই দিন রাত ১০টা পর্যন্ত। ধীরে ধীরে জনজীবনে পুরোপুরি স্বস্তি ফিরে এলে কারফিউ তুলে নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।