ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ, মিলল ২ যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ, মিলল ২ যুবকের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ দুই যুবকের মরদেহ পাওয়া গেছে।

ওই দুই যুবক হলেন উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণি কান্ত রায়ের ছেলে বঙ্কেশ্বর রায় (৩৫) ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬)।

তারা দুজনই কৃষক।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে জয়ন্ত রায়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত ৮টার দিকে বঙ্কেশ্বর রায়ের মরদেহ উদ্ধার হয়।  

এর আগে শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভাবকি ইউনিয়নের বাঘার মোড়ে বেলান নদীর ওপর নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে নদী পার হওয়ার সময় ডুবে নিখোঁজ হন তারা।

জানা যায়, কৃষি শ্রমিক হিসেবে প্রায়ই সাঁতরে বেলান নদী পার হয়ে কাজ করতে যান অনেকে। শনিবার বিকেলে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন বঙ্কেশ্বর ও জয়ন্ত। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালান। সন্ধ্যায় যোগ দেয় রংপুরের ডুবুরিদল। পরে রাতে বঙ্কেশ্বর রায়ের মরদেহ ও রোববার দুপুরে জয়ন্ত রায়ের মরদেহ পাওয়া যায়।

ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।