ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে আজ বসেনি ভ্যাট, যা বলল ডিএমটিসিএল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
মেট্রোরেলে আজ বসেনি ভ্যাট, যা বলল ডিএমটিসিএল

ঢাকা: মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতির শেষ দিন ছিল ৩০ জুন। নতুন আদেশ না হওয়ায় সক্রিয়ভাবে ১ জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হওয়ায় কথা ছিল।

তবে সোমবার (১ জুলাই) সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় পরেও বসেনি ভ্যাট।  

এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএল কোম্পানি সচিব আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, আমরা ‘ভ্যাট মওকুফ’ চেয়ে এনবিআরকে চিঠি পাঠিয়েছি। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছি। চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরেছি।  

ভ্যাট না বসানোর বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ডিএমটিসিএল কোম্পানি সচিব আরও বলেন, ভ্যাট বসবে কী বসবে না সেটা চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

এদিকে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বাংলানিউজকে বলেন, ভ্যাট না বসানের জন্যে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় এনবিআরকে দিয়েছে। আমরা এর প্রতিত্তোরের অপেক্ষা করছি।

এর আগে গতকাল (রোববার) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেছিলেন, ‘যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি। সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হবে। ’ 

গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।  

সেসময় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকারপ্রধানের কাছে ভ্যাট না বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪ 
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।