ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্লী বিদ্যুতের কর্মচারীকে বেঁধে রাখার ঘটনায় ৩ আনসার সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
পল্লী বিদ্যুতের কর্মচারীকে বেঁধে রাখার ঘটনায় ৩ আনসার সদস্য প্রত্যাহার

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কোয়াটারে পল্লী বিদ্যুতের কর্মচারীকে বেঁধে রাখার ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।  

শুক্রবার (২১ জুন) রাতে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) সফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঘটনাটি জানার পর সবাইকে সমঝোতার জন্য ডাকা হয়। এ সময় তিন আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। পরে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।  

প্রত্যাহার হওয়া আনসার সদস্যরা হলেন- মো. আনোয়ারুল ইসলাম, মো. খাইরুল ইসলাম ও রুপক সরকার।  

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২০ জুন) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের কোয়াটারের বিল ২৫ মাস বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পিবিএস কর্মচারীরা। এ সময় আনসার ব্যারাকের সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পিবিএস কর্মচারী ইকবাল হোসেনকে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন আনসার সদস্যরা। ১৫-২০ মিনিট পরে বিষয়টি জানাজানি হলে ইকবালকে ছেড়ে দেন আনসার সদস্যরা।

** বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ কাটতে যাওয়ায় বেঁধে রাখা হলো কর্মচারীকে

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।