ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাত ৮টার মধ্যে ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ: আতিক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
রাত ৮টার মধ্যে ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ: আতিক  মেয়র আতিক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির সকল বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ করা হবে।  
ঈদের নামাজ শেষে সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ৬ নং গলিতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

মেয়র বলেন, কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী নিয়োজিত আছেন। আর গাড়ি রয়েছে প্রায় ৫০০। যারা এখনো কোরবানি করেননি তারা দ্রুততম সময়ের মধ্যে কোরবানি সম্পন্ন করেন।  

আজকে যারা কোরবানি করবেন না আগামী কালের মধ্যে তাদের সম্পন্ন করার অনুরোধ করেন মেয়র। যেন পরশুদিন বুধবার (১৯ জুন) কর্মদিবস শুরু হওয়ার আগে ঢাকাকে পরিচ্ছন্ন করা যায়; মানুষ কর্মস্থলে এসে পরিচ্ছন্ন ঢাকা পায়।  

মেয়র বলেন, এখন ডেঙ্গু ছড়ানো মৌসুম চলছে। গ্রামে যাওয়ার সময় ভাঙা পাত্র ও নারিকেলের খোসার মতো পানি জমতে পারে এমন পাত্র বাইরে রেখে যাবেন না। বাইরে এসব পাত্র রেখে গেলে পানি জমলে মশার বংশ বিস্তার হবে, ডেঙ্গু রোগ ছড়াবে।  

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বরের প্যারিস রোডের খেলার মাঠ ও মিরপুর ২ নম্বরে ৬ নম্বর গলিকে কোরবানি পশু জবাই করার জন্য নির্দিষ্ট করা হয়।  

নির্দিষ্ট জায়গাতে কোরবানির মালিকের বাসায় মাংস পৌঁছে দেওয়ার জন্য রিকশা ও ভ্যানের ব্যবস্থা রাখা হয় বলেও জানান মেয়র আতিক।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৪ 
জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।