ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালুকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
ভালুকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২ 

ময়মনসিংহ: জেলার ভালুকায় কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

 

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার আমির উদ্দিনের ছেলে সিএনজি চালক আব্দুল হালিম (৪০)। নিহত অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। তবে ওই সিএনজির যাত্রী ছিলেন তিনি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভরাডোবা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাম সাইডের লেনে কাজ চলছে। এ কারণে ডান লেন দিয়ে দুই লেনের গাড়ি চলাচল করছিল। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি সিএনজি সড়ক পার হয়ে তার লেনে যাওয়ার সময় ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান উল্টে সিএনজির ওপরে পড়ে। এতে সিএনজি ধুমরে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান।  

তিনি আরও বলেন, সড়কে কাভার্ডভ্যান উল্টে পড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ যায়। এ ঘটনার ঘণ্টাখানেক পর র‍্যাকার দিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।